• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ০৬ মে ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

প্রবীণের যুক্তি-নবীনের মুক্তি, এ দু’য়ে মিলে সমাজের মুক্তি’ এই প্রতিপাদ্য শ্লোগানে নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা মুলক করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের মাঝে একটি করে টি-শার্ট ও লিপলেট বিতরণ করা হয়।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরেনসিক মেডিসিন নীলফামারী মেডিকেল কলেজের প্রভাষক ডা. অমল রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এমওডিসি ডা. এমরান কবির, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. চন্দ্র রায় ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের সোয়েল প্রমুখ।

প্লে-ডক্টর কনসালটিং ফার্ম ও লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সভায় নারী পুরুষ মিলে ২০০ জন প্রবীণ ব্যক্তির মাঝে সচেতনতামুলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

সভায় সিভিল সার্জন প্রবীণদের স্বজনদের উদ্দেশ্যে বলেন, সমাজ ও পরিবারে প্রবীণ ব্যক্তির যাতে অবহেলা, অবজ্ঞা, বৈষম্য ও নিপীড়নের শিকার না হন তার প্রতি খেয়াল রাখা। বার্ধক্য মানুষের জীবনে একটি স্বাভাবিক পরিণতি। তাদের সার্বিক সহযোগিতা ও চিকিৎসার সুব্যবস্থা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads